নুরের সমর্থকদের হামলায় ০৫ পুলিশ সদস্য আহত

  |  Monday, September 21st, 2020 |  11:42 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সর্বশেষ নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের সমর্থকদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার (২১ শে  সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তারা। আহত পুলিশ সদস্যরা হলেন: শাহবাগ থানার উপপরির্দক (এসআই) গোলাম হোসেন (৪২) ও এসআই সুজন চন্দ্র দে (৩৮), রমনা থানার কনস্টেবল মো. জাহিদুল ইসলাম (২৮) ও মো. মনজুরুল হক (৪১) এবং পুলিশ কন্ট্রোল রুমের কনস্টেবল কামাল হোসেন (২৫)।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদশর্ক মোঃ বাচ্চু মিয়া জানান, মৎস্য ভবনের সামনে নুরুল হক নুরের সমর্থকদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা প্রয়োজন মনে করলে তাদের ভর্তি করা হবে। এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার তিন নম্বর আসামি করা হয়েছে ভিপি নুরকে। তার বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে মামলায়।

এই মামলাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে নুর ও তার সমর্থকরা সোমবার সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মৎস্য ভবনের দিকে যায়। পুলিশ বলছে, সেখানেই নুরের সমর্থকরা হামলায় চালান পুলিশ সদস্যদের ওপর।