স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবীদের জন্য ৫০ শতাংশ বিভাগীয় কোটার দাবি

  |  Thursday, October 1st, 2020 |  12:31 am

চট্টগ্রাম বন্দরসহ স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে চাকরীতে চট্টগ্রামের মেধাবীদের জন্য ৫০ শতাংশ বিভাগীয় কোটার দাবি জানান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

বুধবার (৩০ শে সেপ্টেম্বর) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভায় ছাত্রলীগের নেতারা এ দাবি জানান।

চট্টগ্রাম বন্দরে কম্পিউটার অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। চট্টগ্রামের মেধাবীদের বাদ দিয়ে ১২১ জনের নিয়োগ প্রক্রিয়ার কথা প্রকাশ হলে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই কয়েকদফা বন্দর ভবনের মূল ফটকে মানববন্ধন করেছে তারা।

বুধবার নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় পথসভায় বক্তারা বন্দরের নিয়োগে চট্টগ্রামকে বাদ দেওয়ার সকল ষড়যন্ত্র মোকাবিলায় কঠোর কর্মসূচি পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন- সহসভাপতি ফখরুল ইসলাম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, সম্পাদক মন্ডলীর সদস্য শাহরিয়ার হাসান, কবীর আহমেদ, আবদুল আল আহাদ, শরীফুল ইসলাম আদনান, এম হাসান আলি, শুভ ঘোষ।

আরও বক্তব্য রাখেন সদস্য সালাহ উদ্দিন বাবু, মিজানুর রহমান মিজান, আরাফাত রুবেল, শেখর দাশ, ডাবলমুরিং থানা ছাত্রলীগ সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি কায়য়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম প্রমুখ।