ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ

  |  Saturday, October 17th, 2020 |  10:21 am

করোনাভাইরাস মহামারির মধ্যে সাত মাসের ব্যবধানে আরো দুটি সংসদীয় আসনে উপনির্বাচন হচ্ছে ইভিএমে।

শনিবার (১৭ অক্টোবর) ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ এবং রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে ভোট শুরু হয়েছে সকাল ৯টায়। একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। কেন্দ্রে সবার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী থাকবে। স্বাস্থ্য সুরক্ষার বার্তা নিয়ে কেন্দ্রের বাইরে ব্যানারও থাকবে।

সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়। এই আসনে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম ও বিএনপির সালাহউদ্দিন আহমেদসহ প্রার্থী মোট ৬ জন।

আর, সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে রাণীনগর উপজেলা ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগা-৬ আসন শূন্য হয়। এই আসনে আওয়ামী লীগের শেখ মো. রেজাউল ইসলাম ও বিএনপির মো. আনোয়ার হোসেন হেলালসহ মোট প্রার্থী ৩ জন। ভোট ঘিরে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।