প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২০-২১ সালের বাজেট অনুমোদন

  |  Monday, September 14th, 2020 |  5:34 pm

১৪ সেপ্টেম্বর ২০২০, সোমবার, সকাল ১১ টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় সদস্য ও অর্থ কমিটির সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন।

সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এই বাজেটে গবেষণার জন্য প্রায় দেড় কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষক ও মেধাবি শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন। এছাড়াও বিশেষ বরাদ্দ রয়েছে বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও মেরামতের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৫ কোটি ৯৫ লক্ষ টাকা।

সভায় চলতি অর্থ বছরের (২০২০-২০২১) জুলাই ও আগস্ট মাসের এবং ২০১৯-২০২০ অর্থ বছরের প্রাপ্তি ও প্রদান হিসাবও উপস্থাপন করা হয়।

সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ. কে. এম তফজল হক, সাবেক এমপি মিসেস সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাকাউন্টস অফিসার রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির প্রমুখ।