শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ অনুশীলন শুরু আজ

  |  Friday, May 7th, 2021 |  10:32 am

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই আজ থেকে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অর্ন্তভুক্ত। ২ মে থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যারা অংশ নিয়েছিলেন তারা অনুশীলনে যোগ দিতে পারেননি। শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টিনের বদলে তিন দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাইম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস এবং অন্যান্য যারা টেস্ট স্কোয়াডে ছিলেন না তারাই এতদিন অনুশীলনে অংশ নিয়েছিলেন। কিন্তু আইপিএল স্থগিত হওয়াার পর চার্টার্ড ফ্লাইটে ভারত থেকে আসা সাকিব ও মুস্তাফিজের ক্ষেত্রে কোয়ারেন্টিন নীতি শিথিল হয়নি। সরকারী নির্দেশনা অনুসারে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে আগত লোকদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।

ঈদের পর আগামী ১৭ মে করোনা পরীক্ষা হবে খেলোয়াড়দের। ওই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেই তারা পুনরায় অনুশীলনে যোগ দিতে পারবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শুক্রবার থেকে পুরো দল অনুশীলন শুরু করবে। এই পর্যায়ে, তিন দিনের জন্য অনুশীলন করবে তারা এবং ঈদুল ফিতরের জন্য ১০ থেকে ১৭ মে ছুটি থাকবে।’