গভীর রাতে হালদায় অভিযান, ১ হাজার মিটার জাল জব্দ

  |  Saturday, May 8th, 2021 |  2:02 pm
হালদা

হালদায় মা মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। মা মাছ ডিম ছাড়তে বিচরণ শুরু করেছে হালদায়।

মা মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও তৎপর। পুলিশ ও উপজেলা প্রশাসনের সরব উপস্থিতিতে দিনে জাল বসানোর তৎপরতা কমেছে। তবে চোরা শিকারিরা রাতে হালদায় জাল ফেলছে।

এ তৎপরতা আঁচ করতে পেরে উপজেলা প্রশাসন রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

শুক্রবার (৭ মে) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত সাত্তারঘাট থেকে আজিমের ঘাটাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, বাংলাদেশে কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানে আইডিএফ সদস্য,আনসার সদস্য,সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান অভিযানে সহায়তা করেছেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।