সীতাকুণ্ডে বিয়ের আসরে ম্যাজিস্ট্রেট, ২০ হাজার টাকা জরিমানা

 ডেস্ক নিউজ |  Wednesday, June 30th, 2021 |  10:05 pm
বিয়ের আসরে ম্যাজিস্ট্রেট

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেছিল গোপনে।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

বুধবার (৩০ জুন) এ অভিযান পরিচালনার সময় তিনি মাত্র ১০ মিনিট সময় বেঁধে দেন অতিথিদের চলে যেতে। এর মধ্যে খাবার ফেলে অতিথিরা পড়িমরি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ইউএনও জানান, অভিযানকালে বারৈয়াঢালার দক্ষিণ ফেদাইনগরের সুজন চন্দ্র নাথকে ১০ হাজার টাকা এবং বারৈয়াঢালার টেরিয়াল বাজারের রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলী ভূইয়াকে ১০ হাজার টাকা জরিমানাসহ এ ধরনের সব অনুষ্ঠান আয়োজন না করার জন্য সতর্ক করা হয়েছে।

তিনি জানান, এবার লকডাউনে কোথাও এ ধরনের কোনো জমায়েত হতে দেব না এবং এ ধরণের সকল অনুষ্ঠান আয়োজন না করার জন্য সতর্ক করা হয়।