করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামের মীরসরাই আসনের সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থা আগের থেকে ভালো। তিনি করোনা পজেটিভ হলেও অনেকটা সুস্থ রয়েছেন বলে জানা যায়। প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উদ্যোগে উনার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল আজ বাদ জোহর নগরীর জমিয়াতুল ফালাহ্ মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, উঃ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান সহ উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়া বর্ষীয়ান এই রাজনীতিবিদের রোগমুক্তি কামনায় আজ চট্টগ্রাম প্রেসক্লাবেও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নেতৃবৃন্দগণ।