করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় আজ রবিবার বাদ আসর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম শায়খ নুর মুহাম্মদ ছিদ্দিকী।
বর্ষীয়ান এ রাজনীতিবিদ শারীরিক ভাবে আগের চেয়ে এখন অনেকটা সুস্থ রয়েছেন বলে জানা যায়। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।