নগরীর বায়েজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় বায়েজিদ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার এক ছেলে নিহত এবং অপর থেকে গুরুতর আহত হয়েছেন৷ নিহত ফাহিম (২৪) ও তার ভাই ফয়সাল বায়েজিদ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল বাশার ভুঁইয়ার ছেলে।
শুক্রবার (১৬ অক্টোবর) ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুুলিশ ট্রাকটি আটক করলেও তার চালক পালিয়ে গেছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চট্টলা২৪ কে বলেন, থানা এলাকায় মোটরসাইকেল আরোহী দুই ভাইকে একটি বেপরোয়া ট্রাক ধাক্কা দেয়৷ হাসপাতালে নেওয়ার পথে ফাহিম মারা যান। গুরুতর আহত ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তবে চালক ও তার সহযোগী ধরতে পুলিশ কাজ করছে৷