নিউজডেস্ক।। নিখোঁজের তিনদিন পর চট্টগ্রাম নগরীর হালিশহর এ ব্লক আব্দুপাড়া পুকুরে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম মেহেরাব ইসলাম আরিয়ান (৬)। আজ দুপুর দুইটায় পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিআইডি’র ক্রাইমসিন ইউনিট টিম। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন হালিশহর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম।
ঢাকা থেকে পরিবারসহ শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসেছিলো বলে জানা যায়। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে বাসা থেকে খেলতে বের হয়েছিলো আরিয়ান। সন্ধায় বাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে তার পরিবার পাহাড়তলি থানায় নিখোঁজ বিষয়ে একটি ডায়েরি করে।