চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১০৮

  |  Friday, November 13th, 2020 |  11:33 am
corona

চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২৪৮টি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৩৩৬ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৩৩টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ১০ জন, বিআইটিআইডিতে ৯ জন এবং চমেক ল্যাবে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭১ টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করে ২১ জন, এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১০৬ টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করে মোট করোনায় শনাক্ত হয়েছে ১০৮ জন। এরমধ্যে ৯৭ জন নগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।