চট্টগ্রাম প্রতিনিধি।। ‘বঙ্গবন্ধুর অবমাননা ও ভাষ্কর্যের বিরোধিতাকারীদের স্থান বাংলার মাটিতে হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর অবমাননা এবং ভাস্কর্যের বিরোধিতাকারীদের বাংলার মাটিতে স্থান হবে না।’
রবিবার (২২ নভেম্বর) বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য প্রদানের প্রতিবাদে আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিলে বক্তারা এসব কথা বলেন।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি।
ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নাজমুল সাকিব, সওকত আলম, মহানগর যুবলীগ নেতা রফিকুল হাসান রুবু, ইমতিয়াজ মনি, সৈয়দ বয়ান, মোঃ শিবলু, মনিরুজ্জামান সজল, রে ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন নয়ন, মাহফুজ হোসেন, জন বড়ুয়া, তৌহিদুল ইসলাম সুমন, শেখ নিয়াজ উদ্দিন ফাহাদ প্রমুখ।