চট্টগ্রাম ডেস্ক।। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশংকায় বিভিন্ন পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার।
এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল দশটায় বন্দর নগরীর কর্ণফুলী থানাধীন হল ২১ এ চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম।
এসময় তিনি করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিতে স্থানীয় জনসাধারনের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং সকলকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(বন্দর) মিলন মাহমুদ, বিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।