হাটহাজারীতে সামুদ্রিক মাছে কাপড়ের রং, আটক ১

  |  Monday, December 7th, 2020 |  7:06 pm

চট্টগ্রাম ডেস্ক।।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইসলামিয়া হাটে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানো ৬ মণ সামুদ্রিক মাছ জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছে কাপড়ের রঙ মেশানো অবস্থায় এক কর্মচারীকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

ইউএনও মো. রুহুল আমিন জানান, একাধিক ক্রেতার অভিযোগের ভিত্তিতে সোমবার ইসলামিয়া হাটের মাছের বাজারে নজরদারি বাড়ানো হয়।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে একব্যক্তি সামুদ্রিক মাছে ক্ষতিকর কাপড়ের রং মেশানোর সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় প্রায় ৬ মন রং মেশানো সামুদ্রিক মাছ জব্দ করা হয়।