করোনা ঠেকাতে বন্দরনগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ থেকে শুরু হলো ‘নো মাস্ক, নো এন্ট্রি’ ক্যাম্পেইন।
বুধবার (৯ ডিসেম্বর) সিটি গেইটে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
শহরের পাঁচটি প্রবেশমুখ অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা, শাহ আমানত সেতুর মুখ, সিমেন্ট ক্রসিং ও সিটি গেইটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পাহারা বসাচ্ছে। চসিককে এ কাজে সহযোগিতা করছে বিএনসিসি এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি।
এই দুটি টিমের ২০ জন সদস্য একেকটি পয়েন্টে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
মাস্কবিহীন শহরমুখী মানুষদের বাধা দেয়ার পাশাপাশি সামর্থহীনদের মাঝে মাস্ক এবং সাবান বিতরণ করবেন তারা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, করোনার কারণে আজ বাংলাদেশ সহ সারাবিশ্বে প্রচুর প্রাণহানি ঘটছে। আমরা হিসাব পাচ্ছি যারা সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের। যারা ঘরে বসে চিকিৎসা নিচ্ছে তাদের হিসাব আমরা পাই না। বাস্তবতা হল করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার ভয়াবহতা থেকে জনগণকে বাচাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।