স্পোর্টস ডেস্ক।।
মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিনাইলে ৪-০গোলে চাঁদপুর জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কক্সবাজার জেলা ফুটবল দল।
বুধবার (৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন কক্সবাজার জেলার মো. জাহাঙ্গীর। আগামী ১১ই ডিসেম্বর ফেনী জেলার সাথে কক্সাবাজার জেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
গতকাল সেমিফাইনালে বান্দরবান জেলাকে ৩-১গোলে হারিয়ে ১ম ফাইনাল নিশ্চিত করে ফেনী জেলা দল।