চট্টলা২৪ ডেস্ক।।
রাজধানী ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত নিউ মার্কেট বিপনী বিতানে যাত্রা শুরু করেছে পুরুষদের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘ব্লু মুন’।
রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধায় নিউমার্কেট বিপনী বিতানের ৭০ নম্বর শপে ব্লু মুনের নান্দনিক শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
উদ্বোধন উপলক্ষে সকল পণ্যের উপর ৩০% ডিসকাউন্ট প্যাকেজ রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন বিপনী বিতান সভাপতি সগীর আহমেদ, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈয়দ খোরশেদ আলম চৌধুরী এবং ব্লু মুনের ম্যানেজিং ডিরেক্টর জাহেদ জাহিদ।
জাহেদ জাহিদ জানায়, ফ্যাশন সচেতন পুরুষদের ব্র্যান্ড হিসেবে ব্লু মুন দেশে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ঢাকায়ও এর সুবিশাল শো-রুম রয়েছে। এবার নিউ মার্কেট বিপণি বিতানে শো-রুম চালুর মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো এই ব্লু মুন।
২০১৪ সালে যাত্রা করে ব্লু মুন। একটি আউটলেটে ২জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এটি ১২০জনের পরিবার।
ব্লু মুন নিজস্ব ব্র্যান্ডের শার্ট, পাঞ্জাবী, জিন্স, টি শার্ট,ব্লেজারসহ পুরুষদের আধুনিক সব পোষাক তৈরি ও বিপনন করে আসছে দীর্ঘদিন ধরে।