রাঙামাটি প্রতিনিধি।।
শীত আসতে না আসতেই প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরুপ লীলাভূমি রুপের রানী রাঙামাটি যেন নিমন্ত্রন করছে দূর দেশের অতিথি পাখিদের।
নিমন্ত্রনে সাড়া দিতে দলবদ্ধভাবে উচুঁ নিচু পাহাড়ি পথ পাড়ি দিয়ে দূর দুরান্ত থেকে এসে রাঙামাটির লাবন্য বহুগুন বাড়িয়ে দেওয়ার পাশাপাশি আকৃষ্ট করছে পর্যটকদেরও।
কোলাহলে আর কিচিঁরমিচির শব্দ যেন ভালোবাসার তীরে বিদ্ধ করছে রাঙামাটিবাসীকে। এমনই সুমধুর কলকাকলিতে মুখরিত লংগদু উপজেলার কাট্রলী বিল।
অতিথি পাখিদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গাঙচিল, পানচিল, হাসপাখি, বক, গলারাঙা বক, লালগলা, চুয়া পাখি সহ রঙ বেরঙের অসংখ্য হাঁস।
রাঙামাটি থেকে লংগদু লাইনের স্পিড বোট চালক হাসান বলেন, দুই-তিন বছর যাবত আমরা কাট্টলী বিলে অতিথি পাখি দেখিনি। এবছর এখানে অনেক অতিথি পাখি দেখা যাচ্ছে।
সারা বছরের মধ্যে এই শীতকালেই অতিথি পাখি গুলো সাধারণত দেখা যায় এবং ছোট হ্রদের ছোট মাছ শিকার করতেই মূলত তারা এখানে ছুটে আসে।
যখন কোনো ইঞ্জিন চালিত বোট লঞ্চ ইত্যাদি পাখি গুলোর পাশ কেটে যাই, দলবদ্ধভাবে উড়ে যাওয়ার মনোমুগ্ধকর এই দৃশ্য সকলেরই নজর কাড়ে।