রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটির কাউখালী উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) সকালে ঘাগড়া ইউনিয়নের ডাক বাংলো এলাকা থেকে এই অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ শহিদউল্লাহ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
লাশটির চেহেরা সর্ম্পূণ বিকৃত অবস্থায় রয়েছে এবং বয়স আনুমানিক ৩০-৩৫ হবে।
বর্তমানে লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।