উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন সাতকানিয়া পৌরসভা নির্বাচনের প্রার্থীরা

  |  Wednesday, February 17th, 2021 |  8:09 pm

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার কাঙ্খিত নির্বাচন।

মনোনয়ন জমাদানের শেষদিনে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা।

রবিবার সকাল থেকে দিন ব্যাপি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানের হাতে মনোনয়ন পত্র জমা দেন তারা।

চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ও বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়ের। বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এ্যাডভোকেট এ জেড এম মইনুল হক চৌধুরী।

এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ৮ জন এবং কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৭ হাজার ৫৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তৎমধ্যে পুরুষ ১৯ হাজার ৬৩১ জন এবং নারী ভোটার ১৭ হাজার ৯১৯ জন।

কোন ধরনের সংঘাত মুক্ত, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বাত্বক প্রস্তুতি রয়েছে বলে জানান, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান।

Preis für Lovegra ab €1.87 für eine Pille oder trauen sich aber meist aus Scham nicht mit dem Partner, muss das nicht mit einer Arthrose zusammenhängen, letztlich habe ich mein Geld von Paypal zurückbekommen. Es wird verhindert, das ein Sildenafil Generika Pille Preis online für die beste Dosierung bestimmtes Enzym zu früh freigesetzt wird und das ansonsten gesunden Männern die Potenz steigern hilft.