গত শনিবার (১৬ জানুয়ারী) লোকমান হোসেন (৩৮) নামের এক ব্যাক্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হারিয়ে যায়।
নিখোঁজ লোকমানের বাড়ী চট্টগ্রামের কেলিশহর পটিয়ায়।
তার পরিবার জানায়, গত শনিবার দুবাই থেকে তিনি ঢাকায় আসেন। লোকমানের ব্রেনে সমস্যার কারণে তার মাঝে মাঝে স্মৃতিভ্রম হয়। এ কারণেই তিনি বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট ও যাবতীয় কাগজ ফেলে এয়ারপোর্টে থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা।
তার কোনো সন্ধান পেলে পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
মোবাইল নংঃ 01843 050700, 01709 840495