চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারতে আটকে থাকা পেয়াজের চালান খালাসের অনুমতি ও অন্যান্য দেশ থেকে আমদানির খবরে কেজি প্রতি ২০ টাকা কমেছে নানা জাতের পেঁয়াজের দাম। পাইকারী বাজারে কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৮ টাকা।
এদিকে, ভবিষ্যতের ঘাটতি মেটাতে ২ হাজার টন পেয়াজ বীজ আমদানির ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বদলে দিতে পারে এ ধরণের অস্বস্তিকর পরিস্থিতি।
ব্যবসায়িরা জানান, বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম। ফলে বেচা বিক্রিও কম। চাহিদা কমে যাওয়ায় দামও নিন্মমুখী। এছাড়া সীমান্তে আটকে থাকা পেঁয়াজ আসার খবরে দাম আরো কমতে পারে বলে জানান ব্যবসায়িরা।
এদিকে টেকনাফ স্থল বন্দর দিয়ে আমদানি করা মিয়ানমারের পেঁয়াজও এখনো বাজারে এসে পৌঁছায়নি। দুই একদিনে মধ্যে এসব পেঁয়াজ আসতে পারে বলে জানান ব্যবসায়িরা। তবে খুচরা বাজার এখনো কেজিপ্রতি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।