নোয়াখালীর কোম্পানিগন্জের কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে মোজাক্কের হত্যা মামলা গ্রহন করে আগামী ১সপ্তাহের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
ক্লাব সাধারণ সম্পাদক এন এন জীবনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, মানবাধিকার নেতা ফেনী জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, কবি ও সাহিত্যিক ইকবাল চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী,সহসভাপতি শেহাব উদ্দিন লিটন, সৈয়দ মনির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন প্রমূখ।