খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ভলিবল লীগ জেলা আসরের উদ্বোধন হয়েছে।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এসময় বক্তারা বলেন ক্রীড়াঙ্গনমুখী করতে খেলাধুলার পাশাপাশি খেলোয়াড়দের জন্য কর্মসংস্থানে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।