ডেস্ক রিপোর্ট ::
টিকা নেয়ার দুই দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এতথ্য নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় জানিয়েছেন, ইমরান খান বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
জানা গেছে, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।