তার ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই; কিন্তু মুশফিকুর রহিমের কিপিং নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন আছে।
বিকল্প হিসেবে লিটন দাস উঠে আসছেন। তবে মুশফিকের হাতে গ্লাভস উঠলেই সব গড়বড় হয়ে যায়। আজও গুরত্বপূর্ণ সময়ে জিমি নিশামের ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যাওয়া সহজতম ক্যাচ অযথা ডাইভ দিতে গিয়ে ছেড়ে দেন মুশফিক! বোলার তাসকিনের জন্য দূর্ভাগ্য।
নিশাম অবশ্য ৩০ রান করে মুস্তাফিজের শিকার হন। শুধু মুশফিকই নন, আজ ম্যাচের শেষদিকে ক্যাচ মিসের প্রদর্শনী দেখান বাংলাদেশের ফিল্ডাররা। টম ল্যাথামের ব্যাট ছুঁয়ে আসা ক্যাচ নিজের বলেই নিতে পারেননি মেহেদি। পরপর দুই ওভারে সুযোগ হাতছাড়ার ফল ৫ উইকেটে হার। সহজ ক্যাচ দিয়ে জীবন পাওয়া ল্যাথাম অবশেষে ১০৮ বলে ১০ চারে ১১০* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।