বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার আরজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস, ইউপি চেয়ারম্যান কুতুবউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু , উপজেলা আ’লীগের উপদেষ্টা মাওলানা আইযুব নূরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীসহ অন্যরা ।