শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার একটি মাদ্রাসার ১১ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে খালাস দিয়েছেন আদালত।

রবিবার ( ২৪ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বাবু ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘেরকান্দা এলাকার বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, ৮ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অথর্দণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রায়ের সময় মোস্তাফিজুর রহমান বাবু ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার একটি মাদ্রাসায় ১১ বছরের এক শিশুকে ২০১৯ সালের ৭, ১১ ও ১৮ নভেম্বর যৌন নিপীড়ন করে মোস্তাফিজুর রহমান বাবু। তিনি ওই মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। এ ঘটনায় যৌন নিপীড়নের স্বীকার ওই শিশুর পিতা নগরীর পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

কেইপিজেডে চালু হচ্ছে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল, ৫০০ শয্যার আরও একটি নির্মাণাধীন

কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড)...

বায়েজিদ থানায় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  নগরীর বায়েজিদ থানাধীন চা বোর্ডের বিপরীতে সড়কের নির্জন এলাকা...

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসকসহ ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও...

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের টেকনাফ সফর

  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রসঙ্গে বিএনপির...