শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ আটক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃ্ষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকা থেকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিকালে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে পুলিশ নিয়ে যায় বলে পুণ্ডরীক ধামের ফেসবুক পেজে অভিযোগ করা হয়।

পোস্টে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর ছবি দিয়ে লেখা হয় “ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।”

যোগাযোগ করা হলে চিন্ময়কে হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। খবর বিডিনিউজের।

তিনি বলেন, “একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয় তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এই গোয়েন্দা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃ্ষ্ণ দাশ ব্রহ্মচারী নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃ্ষ্ণ দাশ ব্রহ্মচারী নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

সনাতন জাগরণ জোটের অন্যতম সংগঠন স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, “চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে পুলিশ নিয়ে গেছে বলে শুনেছি।”

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

কেইপিজেডে চালু হচ্ছে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল, ৫০০ শয্যার আরও একটি নির্মাণাধীন

কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড)...

বায়েজিদ থানায় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  নগরীর বায়েজিদ থানাধীন চা বোর্ডের বিপরীতে সড়কের নির্জন এলাকা...

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসকসহ ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও...

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের টেকনাফ সফর

  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রসঙ্গে বিএনপির...