আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রাজিব ভট্টাচার্য্য নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।
রাজিব ফটিকছড়ির আব্দুল্লাপুর গ্রামের মৃত সুনীল ভট্টাচার্য্যের ছেলে। তিনি বর্তমানে কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আইনজীবী আলিফ হত্যার সময়কার একটি ছবিতেও রাজিবের উপস্থিতি দেখা গেছে। ওই ছবিতে দেশি অস্ত্র এবং বটি হাতে কয়েকজন যুবকের পেছনে একটি ইটের টুকরো হাতে দেখা যায় তাকে।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব ভট্টাচার্য্য নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি। হত্যাকাণ্ডের সময় ভিডিওচিত্রে রাজিবের উপস্থিতি ধরে তাকে গ্রেপ্তার করা হয়। রাজিবকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
খান\চট্টলা২৪