শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

সিআরবি’তে মাদক ব্যবসায়ীর হামলায় আহত দোকান মালিক

চট্টগ্রাম নগরীর ফুসফুস ক্ষ্যাত সিআরবি’তে চলে মাদকের রমরমা ব্যবসা। হাত বাড়ালেই মিলে মদ-গাঁজা, ইয়াবাসহ নানা ধরনের মাদক। সম্প্রতি সিআরবি’র এই মাদক ব্যবসার প্রতিবাদ করতে গিয়ে এক মাদক ব্যবসায়ীর হামলায় আহত হন ইসমাইল নামের এক দোকান মালিক। এ ঘটনায় ইসমাইল ছাড়াও আরো আহত হন দোকান মালিক মতিন, আল আমিন, জাহাঙ্গীর, সুজন সহ আনুমানিক দশজন।

জানা যায়, হামলাকারী ওই মাদক ব্যবসায়ীর নাম লাবু। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক-ছিনতাইসহ মোট নয়টি মামলা আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাবু নামে এই মাদক ব্যবসায়ী প্রায় প্রতিদিনই নেশা করে সিআরবি’র সিরিজে-তলা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে । এতে প্রতিবাদ করলে লাবু ও তার ছেলে ইমন সহ আরো বিশ থেকে ত্রিশজন সন্ত্রাসী সিআরবি’র দোকান-মালিকদের উপর হামলা চালায়। এতে ইসমাইল নামের একজন দোকান মালিক গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যাক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আহত হন আরো দশজন।

এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় ইসমাইল নামের ওই ব্যাক্তি নিজে বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী মতিন জানান, লাবু সিআরবি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। পুলিশ প্রশাসনও তার কিছু করতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আরেক ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, সিআরবি সিরিজ তলার পশ্চিম কোনায় লাবু রেলের জায়গা অবৈধ ভাবে দখল করে টং দোকানের আড়ালে চালায় মদ-গাজা, ইয়াবার ব্যবসা। এতে তার সাথে শিমলা নামের ১৯-২০ বছর বয়সের এক মেয়েও জড়িত।

সিআরবি এলাকায় ঘুরতে আসা দর্শনার্থী মো. রাকিব বলেন, মনোরম পরিবেশে মানুষ স্নিগ্ধ বাতাসের খোঁজে আসে। তবে গাঁজার গন্ধে এখানে বসাই মুশকিল।

তবে এ ব্যাপারে জানতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কখন কি ঘটেছে আমি কিছুই জানি না।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল হক বলেন, এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

তিনি আরও বলেন, যে কোন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সার্বক্ষনিক প্রস্তুত।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

কেইপিজেডে চালু হচ্ছে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল, ৫০০ শয্যার আরও একটি নির্মাণাধীন

কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড)...

বায়েজিদ থানায় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  নগরীর বায়েজিদ থানাধীন চা বোর্ডের বিপরীতে সড়কের নির্জন এলাকা...

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসকসহ ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও...

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের টেকনাফ সফর

  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রসঙ্গে বিএনপির...