চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি রেস্টুরেন্টকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে খুলশী থানাধীন ‘দি গোল্ডেন স্পুন’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা এবং হান্ডি রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ‘দি গোল্ডেন স্পুন’ রেস্টুরেন্টে রান্না, কাচা এবং রান্নাকৃত খাদ্য একই ফ্রিজে সংরক্ষণ, নোংরা পরিবেশে রান্না, ও মেয়াদোত্তীর্ণ সিনথেটিক ফুড কালার মজুদ করার জন্য জরিমানা করা হয়। অপরদিকে, হান্ডি রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, বাসি খাদ্য সংরক্ষণ এবং লেবেলবিহীন ঘি মজুদ করার দায়ে জরিমানা করা হয়েছে।
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইয়াসিনুল হক চৌধুরী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট/ই ডি