তানভীর আহমেদ :::
চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার করা হয়েছে । ৫ ই আগস্ট পট পরিবর্তনের পর প্রথম চট্টগ্রাম জেলার থানায় সংস্কার কাজে হাত দিয়েছে পুলিশ।
আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ১২ থানার ওসি প্রত্যাহারের কথা উল্লেখ করা হয় । প্রত্যাহারকৃত থানা সমূহের সকল ওসিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লাইন ও আর এ সংযুক্ত করা হয়েছে ।
চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন যে সমস্ত থানা থেকে ওসিদের প্রত্যাহার করা হয়েছে সেগুলো ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, ভূজপুর, মীরসরাই, সন্দীপ , বোয়ালখালী, বাঁশখালী।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটে । দেশব্যাপী চলমান সংস্কারের আলোকে পুলিশের কাজে সচেতনতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পুনর্বিন্যাস করতে চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন ১২ টি থানার ওসিদের প্রত্যাহার করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ।