শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

এস আলম মুক্ত হলো আরো দুই ব্যাংক

এবার এস আলমের নিয়ন্ত্রণে থাকা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। একই সাথে ব্যাংক দু’টিতে ৫ পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এর মাধ্যমে এস আলম গ্রুপের কবল থেকে ৮টি ব্যাংক দখলমুক্ত হলো।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি আদেশে পর্ষদ বাতিল করা হয়, ওই আদেশে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো: আতাউর রহমান, মেঘনা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মহসিন মিয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আশ্বাফুজ্জামাম। আর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ এবং জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম মরতুজা।

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের আরেক আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো: শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ।

স্বতন্ত্র পরিচালকদের মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ারকে আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

পয়লা মে থেকে দেশজুড়ে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

আগামী পয়লা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি...

বৃহস্পতিবার পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেড ঘোষণা

বৃহস্পতিবার সারাদেশে রেল ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত পলিটেকনিকের...

আলোচনা সন্তোষজনক নয়: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয়...

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র

তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দৃঢ়তা...