শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম কমিটি

আহবায়ক আবদুর রহমান, সদস্য সচিব মাসুম

চট্টগ্রামের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২০৮ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অফিসিয়াল পেইজে এই কমিটি প্রকাশিত হয়।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক এম. জে. এইচ মঞ্জু ও কেন্দ্রীয় সদস্য সচিব আতিক শাহরিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির আহ্বায়ক সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান। কমিটির সদস্য সচিব চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হুসাইন মাসুম, মূখ্য সংগঠক ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রুবায়েত সম্রাট এবং মুখপাত্র চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার।

চট্টগ্রামের ৯ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের এবং সব বিভাগের বিভিন্ন বর্ষের সম্মুখসারির আন্দোলনকারীদের নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়। মূলত অরাজনৈতিক এই প্লার্টফর্মটি বিচার এবং সংস্কারের কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করবে। এই প্লার্টফর্ম ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে জুলাইয়ের স্মৃতি জুলাইলে নিয়ে কাজ করতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় সংস্কারের জন্যই এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী বলেন, ‘ঢাকার পরে আমরা চট্টগ্রামকে কল্পনা করি সব সময়। কিন্তু এই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম দেখিয়ে দিয়েছে ঢাকাকে কেবলা করে চট্টগ্রাম চলে না। ১৫ জুলাই যখন চবি আন্দোলনে যুক্ত হতে পারেনি সেদিনই চট্টগ্রামের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এক হয়ে সন্ত্রাসী ছাত্রলীগকে প্রতিহত করতে সক্ষম হয়। আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের যে কমিটি আজ হয়েছে এতে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্নভাবে আন্দোলনে অবদান রেখেও এতদিন হারিয়ে গিয়েছিল তাদের সামনে এনেছি। আশা রাখছি, এই কমিটি চট্টগ্রামে এখনো যেই আন্দোলনকারীদের মামলা নিষ্পত্তি হয়নি তা নিষ্পত্তিকরনের জন্য কাজ করার মাধ্যমেই নিজেদের সাংগঠনিক কাজ শুরু করবে।’

কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী বলেন, ‘নব গঠিত কমিটির সবাইকে অভিনন্দন, চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান তা অনস্বীকার্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানগুলো সমুন্নত রাখতে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এই কমিটি’।

কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমান মুজাহিদ বলেন, ‘এই কমিটিতে যারা দায়িত্বে এসেছেন তারা নিঃসন্দেহে পরিক্ষিত যোদ্ধা। জুলাইয়ের মূল বিপ্লবী। আশা রাখছি, আমাদের জুলাইয়ের যে প্রেরণা তাকে সামনে রেখেই কাজ করে যাবে এই কমিটি।’

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়...

চট্টগ্রামে শিক্ষার্থী ও এনসিপির ওপর দু’দফায় ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ পরিচালনা...

চট্টগ্রামের সেই কুখ্যাত ছিনতাইকারী পুলিশের জালে গ্রেফতার

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়ের...

চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি

দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আয়োজন...