শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আইনশৃঙ্খলা স্বাভাবিকে নির্বাচিত সরকারের বিকল্প নেই: সরওয়ার আলমগীর

ধর্ষণ, চুরি-ডাকাতি, আইন-শৃঙ্খলার অবনতিসহ দেশের চলমান পরিস্থিতিতে অসন্তুষ প্রকাশ করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। ৮ বছরের শিশু আছিয়া পর্যন্ত ধর্ষিত হচ্ছে দেশে। প্রতিদিনই চুরি-ডাকাতি, ইভটিজিংয়ের মত অপরাধ সংঘটিত হচ্ছে, যা উদ্বেগজনক।

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১৪ মার্চ) নাজিরহাট জে.এম আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানাই ৷

বিএনপি নেতা হাসার কবির ও যুবদল নেতা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা এ কে এম মহিউদ্দিন আজম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনছুর আলম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী, এস এম সফিউল আলম, হাসানুল করিম, যুবদল নেতা শহিদুল ইসলাম, গাজী আমান উল্লাহ, ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি ও মোজাম্মেল হক অভি।

এসময় সিরাজদৌল্লাহ চৌধুরী দুলাল, আবু আজম তালুকদার, আজম খান, নাজিম উদ্দীন বাচ্চু, জাহেদ মেম্বার, দৌলত মিয়া, মো. হাসান, আহমদ রশিদ চৌধুরী, বেলাল বিন নুর, মো. ফরহাদ, আহসানুল আরফাত তোষার, আবু বক্কর চৌধুরী মঈন, এম এ মাহফুজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল দুই হাজার মানুষ উপস্থিত হন।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়...

চট্টগ্রামে শিক্ষার্থী ও এনসিপির ওপর দু’দফায় ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ পরিচালনা...

চট্টগ্রামের সেই কুখ্যাত ছিনতাইকারী পুলিশের জালে গ্রেফতার

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়ের...

চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি

দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আয়োজন...