ভারত ও পাকিস্তান থেকে এবার চট্টগ্রাম বন্দরে চালবোঝাই আরও দুটি জাহাজ নোঙ্গর করেছে। এসব জাহাজে রয়েছে ৪৮ হাজার ৭৫০ মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাল।
শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম বন্দরের সাইলো জেটি ও কাফকো সংলগ্ন জেটিতে এই দুই জাহাজ নোঙ্গর করে।
বিষয়টা নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
কালবেলাকে তিনি বলেন, পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি মারিয়ম (Mv Mariam) গত ১১ মার্চ ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে প্রবেশ করে। জাহাজটি আজ শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম সাইলো জেটিতে বার্থিং করেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম (Mv Tanais Dream) ২২ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল নিয়ে গত ১২ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নগরে প্রবেশ করে। জাহাজটি আজ শুক্রবার (১৪ মার্চ) কাফকো সংলগ্ন জেটিতে বার্থ করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তানের জাহাজ এমভি মারিয়মে আসা চালের নমুনা সংগ্রহ শেষে ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এই চালের খালাস কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে ভারত থেকে আসা জাহাজ এমভি তানাইস ড্রিমের চালগুলোর নমুনা শনিবার সকালে সংগ্রহ করা শুরু হবে। এরপর সবকিছু ঠিক থাকলে এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু হবে।তিনি আরও বলেন, পাকিস্তানের জাহাজ এমভি মারিয়মে আসা চালের নমুনা সংগ্রহ শেষে ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এই চালের খালাস কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে ভারত থেকে আসা জাহাজ এমভি তানাইস ড্রিমের চালগুলোর নমুনা সংগ্রহ করা শেষ হয়েছে। এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
চৌধুরী/চট্টলা২৪