শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ভারত-পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আবারও এল চালবোঝাই দুই জাহাজ

ভারত ও পাকিস্তান থেকে এবার চট্টগ্রাম বন্দরে চালবোঝাই আরও দুটি জাহাজ নোঙ্গর করেছে। এসব জাহাজে রয়েছে ৪৮ হাজার ৭৫০ মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাল।

শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম বন্দরের সাইলো জেটি ও কাফকো সংলগ্ন জেটিতে এই দুই জাহাজ নোঙ্গর করে।

বিষয়টা নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।

কালবেলাকে তিনি বলেন,  পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি মারিয়ম (Mv Mariam) গত ১১ মার্চ ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে প্রবেশ করে। জাহাজটি আজ শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম সাইলো জেটিতে বার্থিং করেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম (Mv Tanais Dream) ২২ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল নিয়ে গত ১২ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নগরে প্রবেশ করে। জাহাজটি আজ শুক্রবার (১৪ মার্চ) কাফকো সংলগ্ন জেটিতে বার্থ করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের জাহাজ এমভি মারিয়মে আসা চালের নমুনা সংগ্রহ শেষে ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এই চালের খালাস কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে ভারত থেকে আসা জাহাজ এমভি তানাইস ড্রিমের চালগুলোর নমুনা শনিবার সকালে সংগ্রহ করা শুরু হবে। এরপর সবকিছু ঠিক থাকলে এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু হবে।তিনি আরও বলেন, পাকিস্তানের জাহাজ এমভি মারিয়মে আসা চালের নমুনা সংগ্রহ শেষে ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এই চালের খালাস কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে ভারত থেকে আসা জাহাজ এমভি তানাইস ড্রিমের চালগুলোর নমুনা সংগ্রহ করা শেষ হয়েছে। এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়...

চট্টগ্রামে শিক্ষার্থী ও এনসিপির ওপর দু’দফায় ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ পরিচালনা...

চট্টগ্রামের সেই কুখ্যাত ছিনতাইকারী পুলিশের জালে গ্রেফতার

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়ের...

চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি

দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আয়োজন...