রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার আর্য্যপুর এলাকায় কাঠ বোঝাই ছয় চাকার গাড়ী উল্টে (স্থানীয় নাম টলি) ৩ শ্রমিক নিহত এবং ২ আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত ও নিহতরা সবাই বাঘাইছড়ি উপজেলার স্থানীয় এবং চাকমা সম্প্রদায়ের বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বাঘাইছড়ি উপজেলা সদর থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে পাহাড় থেকে কাঠ বোঝাই করে নীচে নামার সময় গাড়ি উল্টে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ গেছে সেখান থেকে ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।
চৌধুরী, চট্টলা২৪