২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামে আয়োজন করা হয় এক মানবিক খাদ্য বিতরণ কর্মসূচি।
এই উদ্যোগের নেতৃত্ব দেন জাতীয় যুবশক্তি এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও যুবনেতা হুজ্জাতুল ইসলাম সাঈদ।
কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সমাজে সহমর্মিতা জাগ্রত করার এক প্রচেষ্টা। শহীদদের আদর্শই আমাদের অনুপ্রেরণা, আর অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “জাতীয় যুবশক্তি এনসিপি বিশ্বাস করে, শহীদদের স্মৃতি শুধু স্মরণে রাখলেই নয়— তাঁদের আদর্শ সমাজে বাস্তবায়নের মাধ্যমেই সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো সম্ভব। তাই ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেন, এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয় এবং তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে।
জুনায়েদ/চট্টলা২৪

