চট্টগ্রামের জহুর হকার্স মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় (৩রা আগস্ট) জহুর হকার মার্কেট মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সেঞ্চুরি স্টোরের কর্ণধার আবচারের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী নেতা জসিম উদ্দিন ভুঁইয়া।
মতবিনিময় সভায় দোকান মালিক সমিতির নেতা এস এম মহিউদ্দিন জুয়েল, নাজমুল হোসেন ফিরোজ , মোহাম্মদ হারুন, আল আমিন,মনসুর আলম,হানিফ চৌধুরী, নুর উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মত বিনিময় সভায় দোকান মালিকরা বলেন, দীর্ঘদিন থেকে জহুর হকার মার্কেটে একটি সংঘবদ্ধ চক্রের হাতে বৈষম্যের শিকার হয়েছে ব্যবসায়ীরা।
বহিরাগতদের চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান চেয়ে সাধারণ ব্যবসায়ীরা বলেন, তিন যুগের বেশি সময় ধরে পরিবারতন্ত্রের শেকলে জিম্মি ছিল দোকান মালিকরা। নিজেদের অধিকারের কথা বলারও সুযোগ হয়নি। ৫ ই আগস্টের পর দেশব্যাপী ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী জহুর হকার্স মার্কেট বৈষম্য মুক্ত হয়েছে। ‘
সভায় মেয়াদ উত্তীর্ণ কমিটি ও দীর্ঘদিন ধরে মার্কেটের অনিয়ম- দূর্নীতি, স্বজনপ্রীতি দুর করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃস্টি, মার্কেটের উন্নত পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করতে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়।