শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

হাছান মাহমুদ-নওফেলকে আসামি করে মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে শিক্ষার্থীকে গুলির অভিযোগে আট মাস পর মামলা হয়েছে। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) নগরের চান্দগাঁও থানায় মামলাটি রুজু করেন আহত শিক্ষার্থীর বাবা ব্যবসায়ী মো. এজাজ খান।

মো. এজাজ খান নগরের বন্দর থানার আনন্দবাজার জাফরখান পাড়া এলাকার জবু টেন্ডলের বাড়ির বাসিন্দা।

মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন—সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এমএ লতিফ, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এজাহারে বাদী অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে আসামি নওফেলসহ অন্যান্যরা অস্ত্রসজ্জিত হয়ে গুলি করে বাদীর ছেলে ইয়াস শরীফকে। এতে ইয়াস গুরুতর জখম হয়। বর্তমানে সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৫২ জনের নামে গতকাল একটি মামলা রুজু হয়েছে। মামলায় বাদী জুলাই আন্দোলনে তার ছেলের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছেন। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়...

চট্টগ্রামে শিক্ষার্থী ও এনসিপির ওপর দু’দফায় ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ পরিচালনা...

চট্টগ্রামের সেই কুখ্যাত ছিনতাইকারী পুলিশের জালে গ্রেফতার

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়ের...

চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি

দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আয়োজন...